Sunday, April 13, 2014

কুয়েত থেকে ১৪ লাখ বিদেশীকে ফেরত পাঠানোর প্রস্তাব

রতি বছর কুয়েত থেকে লাখ ৮০ হাজার বিদেশীকে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর প্রস্তাব এনেছেন কুয়েতের এক এমপি। তিনি বলেছেন, দেশে জনসংখ্যায় যে ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে তা ঠিক করতে এই হারে পাঁচ বছর বিদেশীদের বহিষ্কার করতে হবে। যদি তা- করা হয় তাহলে পাঁচ বছরে কুয়েত থেকে বের করে দেয়া হতে পারে ১৪ লাখ বিদেশীকে। জানুয়ারি মাসের সরকারি হিসাব অনুসারে কুয়েতের মোট জনসংখ্যা ৩৯ লাখ ৬৫ হাজার ২২। এর মাত্র এক-তৃতীয়াংশ কুয়েতের নাগরিক। শতকরা ৩৭ দশমিক ৮০ ভাগ এশিয়ান। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছেন বাংলাদেশীরা। গতকাল খবর দিয়েছে অনলাইন গালফ নিউজ। এতে আরও বলা হয়, জনসংখ্যায় সমতা আনার জন্য বিদেশীদের তাদের দেশে ফেরত পাঠানোর ওই প্রস্তাব দিয়েছেন এমপি . খলিল আবদুল্লাহ। তিনি বলেন, আমাদের দেশে প্রায় ২৫ লাখ বিদেশী রয়েছেন। আগামী পাঁচ বছরের মধ্যে তাদের সংখ্যা নামিয়ে আনতে হবে ১১ লাখে। জন্য প্রতি বছর কুয়েত থেকে লাখ ৮০ হাজার বিদেশীকে তাদের দেশে ফেরত পাঠাতে হবে। তার মতে এত বিপুল সংখ্যক বিদেশী কুয়েতে থাকায় অবকাঠামোর ওপর এবং সরকারি সব প্রতিষ্ঠানের ওপর চাপ সৃষ্টি হয়েছে। বিদেশীদের বের করে দিলে কুয়েতের স্থানীয় নারী পুরুষরা সরকারি বেসরকারি খাতে অধিক হারে কাজের সুযোগ পাবেন। কুয়েতে দিন দিন বাড়ছে বেকারের সংখ্যা। চাকরি সন্ধানকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তবে এসব সমস্যা সমাধানের জন্য তিনি বিদেশীদের বের করে দেয়ার কথা বললেও বিশেষ করে কোন দেশের নাম উল্লেখ করেন নি। মাত্র এক মাসেরও কম সময় আগে তার মতো একই দাবি জানিয়েছিলেন আরেক এমপি আবদুল্লাহ এল তামিমি। তিনি তার প্রস্তাবে বলেছিলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে বিদেশী নাগরিকের সংখ্যা ১৩ লাখের কমে নিয়ে আসতে হবে। ওই রিপোর্টে বলা হয়েছে, কুয়েতে বিদেশী নাগরিকদের মধ্যে শতকরা ২৭ দশমিক ভাগ আরব। তাদের সংখ্যা ১১ লাখ হাজার ৬০৫। এর মধ্যে নারী লাখ ৯১ হাজার ৫৭৮ জন। পুরুষ লাখ ১৫ হাজার ২৭ জন। আর রয়েছে আফ্রিকার ৭৬ হাজার ৬৯৮ জন নাগরিক

1 comment: