Thursday, June 5, 2014

সফল ডেটিং

বহু চেষ্টার পর তাকে রাজী করালেন দেখা করার জন্য। বিলাসবহুল রেস্টুরেন্টও নির্ধারণ করে ফেললেন প্রথম সাক্ষাতের স্থান হিসেবে। প্রথম সাক্ষাতের মঞ্চ প্রস্তুত। কিন্তু আপনার কিছু ভুলের কারণে এতসব কষ্ট পণ্ডশ্রমে পরিণত হতে পারে। 

কখনো চিন্তা করেছেন, আপনার সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে ডেটিংয়ে কোনো ভুল ছিল কি না? আপনি যদি কারো সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেন, তাহলে এ লেখার পয়েন্টগুলো মনে রাখুন। এমনও হতে পারে, ডেটিংয়ের সামান্য ভুলের কারণে আপনার সম্পর্ক ভেঙে যাচ্ছে।

সুট টাই না পরা
প্রথম ডেট যাওয়ার সময় সুট টাই না পরায় ভাল। সুট টাই পরে ইমপ্রেস করতে গিয়ে উল্টো ফল হতে পারে। তবে পরিস্থিতি যদি এমন হয় যে আপনি একটি বড় কর্পোরেট হাউজে চাকুরী করেন। যেখান থেকে বেরিয়েই আপনি ডেটে যাবেন সেক্ষেত্রে আপনার সঙ্গিনী হয়তো বিষয়টি ইতিবাচকভাবে নেবে। তবে বসার আগে অবশ্যই চেহারা থেকে ফর্মাল ভাবটি ঝেড়ে ফেলতে হবে। সেজন্য টাই আর সুটটাএকটু ঢিলা করে দিতে পারেন। সাধারণ পোষাক পরে গেলে অবশ্যই খেয়াল রাখবেন যাতে স্বাভাবিকের বেশি কিছু প্রদর্শিত না হয়।                             


একটু আগে পৌঁছানো
প্রথম ডেটিংয়ের ক্ষেত্রে নির্ধারিত সময়ের একটু আগে পৌঁছানো উচিত। সেটা হতে পারে ৫ বা ১০ মিনিট। সঙ্গিনীকে প্রথম দেখাতেই ইমপ্রেস করার সবচেয়ে সহজ উপায় হল তার আগেই পৌঁছানো। এতে তার মনে হবে আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন। এক্ষেত্রে কোনোভাবেই দেরী করা চলবে না। এতে আপনার সম্পর্কে তার মনে বিরূপ ধারণা জন্মাবে।

তার চেয়ারটা বসার জন্য এগিয়ে ধরা
আপনার সঙ্গিনীর জন্য ছোট খাটো কিছু কাজ করতে পারেন। যেগুলো না করলে হয়তো আপনাকে সে খারাপ চোখে দেখবে না। তবে কাজগুলো করলে তার মনে হবে সে আপনার কাছে বিশেষ কিছু। এজন্য রেস্টুরেন্টে ঢোকার সময় দরজাটা মেলে ধরুন, বসার সময় তার চেয়ারটা ঘুরিয়ে দিন।

ছোটখাট বিষয়েও মিথ্যা না বলা
আপনার ডেটিং সঙ্গীকে যদি জীবনসঙ্গী বানাতে চান তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ। এমনকি আপনার যেসব মিথ্যা কাউকে আঘাত করে না এমন নির্দোষ মিথ্যাগুলোও প্রভাবিত করতে পারে আপনার সঙ্গীকে। এমনকি এসব ছোটখাটো মিথ্যার কারণে সম্পর্কের শুরুতেই আপনার বিপরীত লিঙ্গের ধারণা হতে পারে যে, আপনি মিথ্যাবাদী। মিথ্যাটি যত ছোট কিংবা বড়ই হোক না কেন। এ কারণে ডেটিংয়ের শুরুতে নিজের বিষয়ে যখন আপনি অন্যকে প্রকাশ করছেন, তখন মিথ্যা বলা এড়িয়ে চলতে হবে।                                                                                    


ফোনটা সরিয়ে রাখা
ডেটিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার করা একটি অভদ্র বিষয়। এর মধ্যে আপনি যদি আবার টেক্সট ম্যাসেজও ব্যবহার করতে থাকেন, তাহলে তা সঙ্গীর জন্য চরম বিরক্তি ডেকে আনতে পারে। ডেটিংয়ের সময় আপনার ফোন ব্যবহার করা যেতে পারে শুধু গুরুত্বপূর্ণ ফোন কল কিংবা টেক্সট মেসেজ পাঠানোর জন্য। তার মানে এটা নয় যে, আপনার সঙ্গীর প্রতি মনযোগ কম দিয়ে আপনি মোবাইলকেই বেশি মনযোগ দেবেন।

কথাবার্তায় কর্তৃত্বপরায়ণতা
আপনার বহু বিষয়ে কথা বলার ও তাকে জানানোর আগ্রহ থাকতে পারে। আপনার বহু বিষয় আছে যা, তাকে জানানো প্রয়োজন আবার তার বহু বিষয় আছে, যা আপনার জানা প্রয়োজন। এ কারণে আপনি কথা বলার পাশাপাশি তাকেও বলার সুযোগ দিন। তার মতামত শুনুন। কিন্তু আপনি যদি শুধুই নিজের মতামত প্রকাশ করতে থাকেন তাহলে তা একপাক্ষিক বিষয় হয়ে দাঁড়ায়। এ কারণে শুধু নিজের মতামত প্রকাশ নয়, তার মতামতও শুনতে হবে।

বেশি প্রশ্ন না করা
প্রথম ডেটিংয়ে সঙ্গিনী সম্পর্কে জানার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করবেন না। প্রশ্ন করার পাশাপাশি তাকেও প্রশ্ন করার সুযোগ দিন। শুধু প্রশ্ন করে যাচ্ছেন পরিস্থিতিটা এমন হলে তার মনে হবে আপনি নিজেকে তার সামনে মেলে ধরছেন না। তাই তার সম্পর্কে জানার পাশাপাশি আপনার সম্পর্কেও তাকে জানতে দিন।

খুব হালকা কিংবা ভারী খাবার অর্ডার না করা
একেবারে হাল্কা কোনো খাবার যেমন শুধু সালাদের অর্ডার দিবেন না। আপনি ডেটিংয়ে গেছেন, ডায়েট করতে নয়। তাই বলে আবার খুব ভারী কোনো খাবার অর্ডার করতে বলবেন তাও নয়। এমন কিছুর অর্ডার করুন,যা নাড়াচাড়া করতে করতে দুজন সুন্দরভাবে কথা বলা চালিয়ে যেতে পারবেন।

খুব বেশি পান থেকে বিরত থাকা
অ্যালকোহল পিপাসী হিসেবে বন্ধু মহলে আপনার সুখ্যাতি আছে। সেই বাহাদুরি প্রথম ডেটিংয়ে না দেখানোই ভাল। তাতে আপনার সঙ্গিনী বিব্রত বোধ করবে। হয়তো ফেরার পথে আপনার সঙ্গেই ফেরার পরিকল্পনা ছিল। কিন্তু আপনার অতিরিক্ত পানীয় গ্রহণের কারণে আপনার সঙ্গে ফেরার মত ভরসা সে আর পাবে না। তাই অ্যালকোহল গ্রহণ যথাসম্ভব সীমিত রাখতে হবে।

সাবেক প্রেমিকার প্রসঙ্গ না তোলা
প্রথম ডেটিংয়ে গিয়ে নিজের অতীত প্রেম কাহিনী খুলে বসার দরকার নেই। এতে তার মনে বিরূপ প্রভাব পড়বে। বিষয়টি এভাবে চিন্তা করুন, প্রথম দেখাতেই সে আপনাকে তার সাবেক প্রেমিকের সঙ্গে কাটানো সময়গুলোর গল্প বলা শুরু করল। আপনার নিশ্চয় ভাল লাগবে না। তাই পুরনো কাসুন্দি ঘাঁটা থেকে বিরত থাকেন। অতীত বাদ দিয়ে ভবিষ্যৎ নিয়ে বিশেষ করে নিজেদের সম্পর্কে কথা বলুন।

ওয়েটারকে মোটা বকশিস দিন
যদি আপনি বিল মেটান অবশ্যই ওয়েটারকে ভাল মত বকশিস দেবেন। সেবার মান ভাল হোক আর না ই হোক বকশিসটা মোটা হওয়া চাই

শারীরিকভাবে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা না করা
প্রথম ডেটিংয়েই তার শরীরের স্পর্শ কাতর অঙ্গে হাত ছোঁয়ানোর চেষ্টা করবেন না। কোনো মেয়েই সাধারণত প্রথম ডেটে সেভাবে চায় না। তাই এ ধরনের সুযোগ গ্রহণের চেষ্টা থেকে বিরত থাকুন।

প্রথম ডেটিংয়েই অতিরিক্ত তথ্য দেওয়া
প্রথম ডেটিংয়েই অতিরিক্ত তথ্য বিনিময় অনেক সময় বিরক্তির কারণ হতে পারে। যা থেকে সম্পর্ক নষ্টের মতো পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ কারণে প্রথম ডেটিংয়ে অতিরিক্ত তথ্য না দিয়ে সময়টা ভালোভাবে কাটানোর মতো আলাপ করা যেতে পারে।

সোশ্যাল মিডিয়ায় খাওয়ার ছবি
অনেকেরই যখন তখন ছবি তোলার বদ-অভ্যাস রয়েছে। ডেটিংয়ের সময় আপনার খাবার যতই আকর্ষণীয় হোক না কেন, এগুলোর ছবি তোলা অনেকের কাছেই বিরক্তিকর একটি বিষয়। আর এগুলো যদি ইন্সটাগ্রাম বা ফেসবুকের মতো সোশ্যাল নেটওয়ার্কে শেয়ার করেন, তাহলে তার মতো বিরক্তিকর বিষয় আর হয় না। ডেটিংয়ে একে অন্যকে চেনা বা পরিচয়ের জন্য গেছেন। ছবি তোলার জন্য নয়। এ কারণে এসব বিরক্তিকর বিষয় বাদ দিয়ে মনযোগ দিতে হবে শুধুই আপনার সঙ্গীর দিকে।

সঠিকভাবে নিজেকে প্রকাশ না করা
আপনি হয়তো চিন্তিত থাকতে পারেন যে, আপনার স্বরূপ জানলে সে আপনাকে পছন্দ নাও করতে পারে। আর এতে আপনার সঙ্গীকে হারাতে হতে পারে। সে ক্ষেত্রে  অন্য কারো মনোভাব পোষণ করতে পারেন আপনি, যা মোটেই ভালো কিছু বয়ে আনে না। আপনি নিজে যা, সঙ্গীর কাছে তাই তুলে ধরতে হবে। অন্যথায় বিষয়টি গোপন করলেও তা দ্রুত আপনার সঙ্গীর নজরে পড়বে আর আপনার সম্পর্ক নষ্ট হবে। কিন্তু আপনি যদি আপনার স্বরূপ প্রকাশ করেন, নিজের যা আছে, তাই বলে দেন তাহলে  তা আপনার সঙ্গীর পছন্দের যথেষ্ট কারণ আছে । তাই কোনো গোপনীয়তা ভালো নয়, বরং নিজের সবকিছু প্রকাশ করে দেওয়াই ভালো। 

No comments:

Post a Comment